আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে অসহায় মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ইউনিয়নের মহিষকুড় মৎস্য সেটে শ্রীউলা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করেন, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। ইউনিয়নের ১৫০ টি অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও নগদ ১০০ টাকা করে বিতরণ করা হয়।