আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের সকল বাজারে সরকারি নির্দেশনা প্রতিপালনে ব্যাপক প্রচার করা হয়েছে। শুক্রবার ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ প্রচার চালানো হয়।
জেলা প্রশাসকের নির্দেশক্রমে বুধহাটা ইউনিয়নের প্রত্যেকটি বাজারে কাপড় ও জুতার দোকান সাময়িক ভাবে বন্ধ রাখার ঘোষণা এবং অন্য সকল নিত্য প্রয়োজনীয় দোকান সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা রাখার ঘোষণা প্রচার করা হয়। একই সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে দোকান পরিচালনা, ক্রেতা-বিক্রেতা সকলকে মাক্স ব্যবহার করা, পথেঘাটে সামাজিক দূরত্ব ব্যাঘাত সৃষ্টি না করাসহ করোনা ভাইরাস থেকে বাঁচতে নির্দেশনাবলী প্রচার করা হয়। প্রচার কাজে ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও সিপিপি সদস্যবৃন্দ অংশ নেন।