ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেণু আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় রেণুর আনুমানিক মূল্য সাড়ে ৩২ লাখ টাকা।
১৭ বিজিবি’র সাতহালীয়া বিওপি’র হাবিলদার মোমিনুল ইসলাম জানান, তার নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে সাতহালীয়া সীমান্তের উত্তরপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় একটি চোরাকারবারী দলকে চ্যালেঞ্জ করেন। এ সময় তারা ভারতীয় গলদার রেণুর ৩২ টি পলি প্যাকেট ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধার হওয়া রেণুর আনমানিক মূল্য ১৯ লক্ষ টাকা। পরবর্তীতে উদ্ধারকৃত ভারতীয় রেণু বসন্তপুর কাস্টমসে জমা দেয়া হয়।
এর আগে নিদয়া সীমান্তের কাঠামারি এলাকা থেকে ১৮ প্যাকেট ভারতীয় গলদার রেণু আটক করে বিজিবি। ১৭ বিজিবি নিদয়া ক্যাম্পের নায়েব সুবেদার ইব্রাহিম মিয়া জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে কাঠামারি এলাকায় ভারতীয় গলদার রেণু নিয়ে চোরাকারবারী চক্র কালিন্দী নদী সাতরিয়ে পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তার নেতৃত্বে বিজিবি সদস্যরা এ সময় চ্যালেঞ্জ করলে তারা ১৮ প্যাকেট ভারতীয় গলদার রেণু ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত রেণুর আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।
বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধারকৃত ৫০ পলি প্যাকেট ভারতীয় রেণু কাস্টমস কর্তৃপক্ষ যৌথবাহিনীর উপস্থিতিতে মাটি চাপা দিয়ে বিনষ্ট করেছেন বলে জানা গেছে।