মুন্সীগঞ্জে শুক্রবার ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৩৫৪ জন। নতুন ২৩ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৪ জন, সিরাজদিখান উপজেলায় ২ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ৩ জন, শ্রীনগর উপজেলায় ২ এবং লৌহজং উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে তিনি আরো জানান, এ জেলায় সর্বমোট ৩৫৪ জনে করোনা শনাক্ত হলো। এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৫১ জন, সিরাজদিখান উপজেলায় ৫৬ জন, শ্রীনগর উপজেলায় ৪৩ জন, লৌহজং উপজেলায় ৩৯ জন, গজারিয়া উপজেলায় ৩৪ জন এবং টঙ্গীবাড়ি উপজেলায় ৩১ জন করোনা আক্রান্ত হয়েছে।