মহামারি করোনা ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর জেলা শাখার প্রচার সম্পাদক ও চাঁদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল আলম শিকদারের ব্যাক্তিগত উদ্যোগে, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের নেতৃত্বে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার চাঁদপুর ইউনিয়নের নলগাঁও গ্রামে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এলাকার অসহায় দরিদ্র ও দিন আনে দিন খায় এমন নিম্নআয়ের প্রায় দেড়শত পরিবারের প্রতিজনকে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, মুড়ি, খেজুর, সাবান সহ দেয়া হয়।
অসহায়, দরিদ্রদের মাঝে এই নিত্য প্রয়োজনীয়, খাদ্য সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সেলিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের প্রতীক তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি। তিনি সকল পর্যায়ের নেতা-কর্মীদেরকে সাধারণ মানুষের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী দলের পক্ষে সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোড়ল, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোশারফ হোসেন খান, সহ-সভাপতি আবদুল হামিদ ফরাজি, দেলোয়ার হোসেন শিকদার, এস এম জাকারিয়া, চাদঁপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোবারাক হোসেন আকন্দ, ছাত্রদল সভাপতি রাসেল পালোয়ান, সাধারণ সম্পাদক তানভীর শেখসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।