পাবনার সুজানগর থানা পুলিশ অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে। শুক্রবার উপজেলার হাসামপুর ব্রীজের নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
সুজানগর থানার কর্মকর্তা ইনচার্জ বদরুদ্দোজা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে এলাকাবাসী উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর ব্রীজের নীচে আনুমানিক ১৮বছর বয়সী ওই যুবতীর লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ওই স্থান থেকে তার লাশ উদ্ধার করে। লাশের গলায় আঘাতের চিহ্ন আছে। পুলিশ ধারণা করছে ২/৩দিন আগে কতিপয় বখাটে ওই যুবতীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রাখে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।