শুক্রবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পুলিশ বাহিনীর এক সদস্যকে মারধরের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও তার পুত্রকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা আ.লীগ সদস্য কবির খান ও তার ছেলে নাছির খান।
মারধরের শিকার কনস্টেবল মো: তানজিল হোসেন জানান- বৃহস্পতিবার রাতে উপজেলা ভূমি অফিস সংলগ্ন রাস্তার উপরে তাকে একা পেয়ে তার উপর হামলা চালায় কবির খান, নাছির খান, সাব্বির খান ও রত্না কবির। পরে তাকে একটি ঘরে তালা দিয়ে আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
। এ ঘটনায় শুক্রবার টঙ্গীবাড়ি থানার কনস্টেবল মো: তানজিল হোসেন চার জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার পরপরই ২জন আসামি গ্রেফতার করে টঙ্গীবাড়ি থানা পুলিশ। এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মো: আওলাদ হোসেন জানান- মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। ২জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ২জন পলাতক রয়েছে।