সরাইলের রাণিদিয়া ও শাহবাজপুর গ্রামের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গত বৃহস্পতিবার এস আই কামরূজ্জামান ও এস আই সজল চন্দ্র মজুমদার বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মামলায় উভয় গ্রামের সালিসকারক সহ মোট ১৬৯৩ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩০ জনকে। গ্রেপ্তার এড়াতে গতকাল থেকে রাণিদিয়া গ্রাম পুরূষ শুন্য হয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রƒতার জের গত বৃহস্পতিবার সকালে বাজারে যাওয়ার পথে অরূয়াইল ইউনিয়নের রাণিদিয়া গ্রামের মোতালিব মাষ্টারের লোকজন বড় গোষ্ঠীর ছায়েদ মেম্বারের ভাতিজা আবু কালামকে মারধর করে। এ ঘটনার জের ধরে বড় গোষ্ঠী ও শহিদ সাহেবের গোষ্ঠীর সহস্রাধিক লোক দেশী সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উভয় পক্ষের লোকজনের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সরাইল থানা পুলিশের সাথে জেলা থেকে অতিরিক্ত পুলিশও যোগ দেয়। পুলিশ ৩৮ রাউন্ড রাবার বুলেট ও ৩ রাউন্ড টিয়ারসেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ৫ পুলিশ সদস্য সহ উভয় পক্ষের নারী পুরূষ ও শিশু সহ আহত হয় অর্ধশতাধিক লোক। আহত পুলিশ সদস্যরা হলেন-নায়েক হাফিজুর রহমান, কন্সটেবল আতিকুর রহমান, কন্সটেবল শামিম রেজাউল করিম, কন্সটেবল আমিনুল ইসলাম ও কন্সটেবল আবু হায়াত। আহত পুলিশ সদস্যরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ওদিকে একই দিন দুপুরে পূর্ব শত্রƒতার জের ধরে শাহবাজপুর ছন্দ মিয়ার পাড়ার জনাব আলী ও জনু মিয়ার লোকজন রোমান খানের লোকজনের সাথে ঢাকাণ্ডসিলেট মহাসড়কের উপর সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ নিয়স্ত্রণে আনতে ফাঁড়ির পুলিশের সরাইল থানা ও জেলার অতিরিক্ত পুলিশও যোগদেয়। ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন (ভারপ্রাপ্ত, সরাইল সার্কেল)। পুলিশ ৩৬ রাউন্ড রাবার ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত হয় তিন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন। আহত পুলিশ সদস্যরা হলেন-কন্সটেবল নাজির হোসেন, মো. ফারূক মিয়া ও মশিউর রহমান। তারা সরাইল হাসপাতালে চিকিৎসা নিয়েছেনে। রাণিদিয়া গ্রামের মামলায় ১১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫’শত লোককে আসামি করা হয়েছে। আর শাহবাজপুরের মামলায় ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭০ জনের বিরূদ্ধে মামলা দায়ের করেছে। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রাণিদিয়া গ্রাম থেকে ২৫ জন ও শাহবাজপুর থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।