কুড়িগ্রামের নাগেশ্বরীতে সন্তোষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ব্যাক্তি উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি ও মাস্ক বিতরণ করা হয়েছে। পবিত্র ইদণ্ডউল ফিতর উপলক্ষে ১৫ মে শুক্রবার সকালে সন্তোষপুর ইউনিয়নের নিলুর খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ১৫শ দুস্থ অসহায় পরেবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গি ও মাস্ক বিতরণ করেন সন্তোষপুর ইউপি চেয়ারম্যার লিয়াকত আলী লাকু। এ সময় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী বিশ্বজিৎ বর্মনসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।