চাটমোহর উপজেলা চেয়ারম্যান আবদুল হামিদ মাস্টার বলেছেন,‘আমার জন্ম চাটমোহরের এক নিভৃত পল্লীতে। আমার বেড়ে ওঠা পলি মাটির সাথে। সাধারণ মানুষের মধ্যে থেকে বড় হয়েছি। তাই সাধারণ মানুষের কষ্ট আমি বুঝি। করোনা পরিস্থিতির কারণে সবাই কষ্টে আছেন। কেউ বলছেন আবার কেউ বা লজ্জায় বলতে পারছেন না। কেউ লজ্জা করবেন না,যতদিন বেঁচে থাকব,ততোদিন মানুষের জন্য কাজ করে যাব।’
তিনি গত ১৪ মে সকালে চাটমোহরে দ্বিতীয় বারের মতো স্বর্ণশিল্পীদের খাদ্য সহায়তা প্রদানকালে এ কথা বলেন। পৌর শহরের দোলবেদীতলা মন্দির প্রাঙ্গনে করোনাভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া অর্ধশতাধিক স্বর্ণশিল্পীদের ব্যক্তিগত অর্থায়নে এই খাদ্য সহায়তা দেন।
এর আগে প্রথম ধাপে তিনি অর্ধশতাধিক স্বর্ণশিল্পীদের খাদ্য সামগ্রী সহায়তা দেন। দুই ধাপ মিলিয়ে প্রায় দেড়শ’ স্বর্ণশিল্পীদের খাদ্য সহায়তা দেন আবদুল হামিদ মাস্টার।
এ সময় অধ্যক্ষ এমএ মতিন,দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন,সাংবাদিক সঞ্জিত সাহা কিংশুক,সাংবাদিক শামীম হাসান মিলন,উপজেলা জুয়েলারি মালিক সমিতির সভাপতি তাপস কর্মকার,সাধারণ সম্পাদক উত্তম কর্মকার পলান,নূপুর কর্মকার,মোহাম্মদ আলী,সুদীপ্ত কর্মকার,নূর মোহাম্মদ রান্টু,রনি রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।