ঝিনাইদহ সদর থানার প্রদান ফটকে আরো একটি জীবাণু নাশক টানেলের উদ্বোধন করলেন ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম। পুলিশ বাহিনীর এবং আইনের সেবা গ্রহন করতে আসা জনসাধারণের সুরক্ষার কথা চিন্তা করে টানেল উদ্বোধনের সার্বিক সহযোগিতা করেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। উদ্ভোধর করা বৃহস্পতিবার সকালের দিকে।
পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম বলেন, দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে পুলিশ সদস্যরা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষকে সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছে। পুলিশ দেশ ও দশের মানুষের মঙ্গলের জন্য মানুষের ভেতরে যেয়ে কাজ করছে। মানুষ যাতে সামাজিক দূরত্ব ও পরিবারের নিরাপত্তা বজায় রেখে এ মহামারী থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারে, সে ব্যাপারে পুলিশ ও জনগন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এতে ঝুঁকিও বাড়ছে। পুলিশ সুপার আরো বলেন, পুলিশ সদস্যদের এবং আইনগত সহায়তা পেতে থানায় আসা সেবা প্রার্থীদের সুরক্ষার কথা মাথায় এনে পৌর মেয়র সাইদুল করিম মিন্টু এ জীবাণু নাশক টানেল স্থাপন করে দিলেন, এটি একটি সময়োপযোগী মহতী কাজ। তিনি পৌর মেয়র সাইদুল করিম মিন্টুকে সাধুবাদ জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম রায়হান ও জেলা পুলিশের অনান্য কর্মকর্তা, ও সাংবাদিক বৃন্দ। উল্লেখ্য, এর আগে শহরের কেপি বসু সড়কের প্রবেশ মুখে এবং সদর হাসপাতালের প্রদান ফটকে পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সার্বিক সহযোগীতায় বাংলাদেশ সেনাবাহিনী আরো ২টি জীবাণু নাশক টানেল স্থাপন করে। এ নিয়ে ঝিনাইদহ জেলা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় মোট ৩টি জীবাণু নাশক টানেল স্থাপন করা হল।