কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের চান্দুলিয়া কমিউনিটি ক্লিনিকে রাতের আধারে দেয়া তালা আবার খুলে দেয়া হলো রাতের আধারেই। চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইনের ইন্ধনেই কমিউনিটি ক্লিনিকে তালা ঝুলানো হয়েছিল যা উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের তদন্তে বেরিয়ে এসেছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার চান্দুলিয়া কমিউনিটি ক্লিনিকে রাতে আধারে তালা ঝুলিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। ১৩ মে সকালে ওই কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার জেসমিন সুলতানা দায়িত্ব পালন করতে যেয়ে অতিরিক্ত দু’টি তালা ঝুলানো দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিক ভাবে কমিউনিটি ক্লিনিকের সভাপতি আব্দুল গণি গাজীকে জানান। সভাপতির পরামর্শে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইনকে বিষয়টি জানালে তিনি ক্লিনিক উঠিয়ে দেয়ার হুমকি প্রদান করেন। তালা লাগানোর বিষয়ে অবহিত করা হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমানকে। আর কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর আব্দুস সোবহান ও থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন ঘটনাস্থলে যেয়ে তদন্ত করে নিশ্চিত হন ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইনের ইন্ধনেই কমিউনিটি ক্লিনিকে তালা ঝুলানো হয়েছে। কার নির্দেশে এবং কেন তালা ঝুলানো হয়েছে তার সরল স্বীকারোক্তি প্রদান করে ক্লিনিকের জমিদাতা সুভাষ সরকারের অনার্স পড়–য়া ছেলে হীরক সরকার (২১)।
জানা গেছে, গত কয়েক মাস পূর্বে মাল্টিপারপাস হেলথ্ ভলান্টিয়ার পদে ইউপি চেয়ারম্যানের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইনের পছন্দের প্রার্থী ও হীরক সরকারকে চাকুরি না দেয়ায় তালা ঝুলানোর মতো অনৈকি পন্থা বেছে নেয়া হয়েছে। তবে চেয়ারম্যান তার পছন্দের লোক নিয়োগ না হওয়ায় তালা ঝোলানোর ঘটনা ঘটেছে বলে স্বীকার করলেও ক্লিনিক উঠিয়ে দেয়ার বিষয়টি অস্বীকার করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, সরকারি প্রতিষ্ঠানে তালা ঝোলানোর খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিক তদন্তে অনেক তথ্য বেরিয়ে এসেছে। যদিও পরবর্তীতে রাতের আধারে কে বা কারা ক্লিনিকে তালা খুলে নিয়েছে। সার্বিক বিষয় উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।