কুড়িগ্রামের চিলমারীতে কাতার চ্যারিটির উদ্যোগে করোনা পরিস্থিতিতে দুস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম ও উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আসমা বেগম, কাতার চ্যারিটির পরিচালক মোঃ আতিকুর রহমান, সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম ও অফিস প্রতিনিািধ মোঃ আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন। চিলমারী উপজেলার ৬ ইউনিয়নে ৯‘শ জন দুস্ত মানুষের মাঝে জনপ্রতি চাল ২০ কেজি, মুসুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, চিনি ২ কেজি, ছোলা ২ কেজি, খেজুর আড়াই কেজি, পিঁয়াজ ২ কেজি ও লবন ১ কেজি করে বিতরণ করা হচ্ছে।