চিলমারীর ভুমি দস্যু জাহেদুল ইসলামের কোন খুটির জোরে সাংবাদিক পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে?
জমি দখলকারী অবসরপ্রপ্ত সেনা সদস্য জাহিদুল ইসলাম বলেন ২০০৩ সাল থেকে এলাকায় বিভিন্ন মামলা চালিয়ে আসছি। আর এ মামলাটি আমার কাছে কোন ব্যাপারই না। গত বুধবার দুপুরে দৈনিক যুগের আলো পত্রিকার চিলমারী প্রতিনিধি মোঃ হুমায়ুন কবীরের বাবার জমি দখলের অভিযোগে তদন্ত চলাকালীন সময়ে তদন্ত কর্মকর্তার সামনে দম্ভক্তি কর্ েএমন কথা বলেন।
জানা যায়, সাংবাদিকের পিতা আব্দুল মান্নানের শিশু বয়সে তার পিতার মৃত্যু হলে একমাত্র বোন- মা ও তার অভিভাবকের দায়িত্ব পালন করে সৎ চাচারা । এই সুবাদে আব্দুল মান্নানের সমস্ত পৈত্রিক সম্পত্তি চাচারাই ভোগ-দখল করে করে আসছেন। পরিনত বয়সে চাচারা সামান্য পরিমান জমি আব্দুল মান্নানকে ছেড়ে দিলেও অধিকাংশ জমি ভোগ দখল করতে থাকে। চাচাদের মৃত্যুর পরে চাচাতো ভাইয়েরা আব্দুল মান্নানকে ছেড়ে দেয়া জমিতে আবারো জোরপূর্বক দখল করার চেষ্টা চালায়। আব্দুল মান্নানের বোনের নিকট হতে ক্রয়কৃত সাড়ে ৪১ শতক জমির দখল না দিয়ে বিভিন্ন মামলা ও হামলার ভয় দেখিয়ে যাচ্ছে। শুধু তাই নয় আব্দুল মান্নান ও তার পরিবারকে হয়রানী মূলক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করে আসছে। তারা জমি দখল, জমির ধান কেটে নিয়ে যাওয়া, রক্তাক্ত জখম করা, মাঠে ও বাড়িতে সময় অসময়ে ছোড়া লাটি নিয়ে চড়াও হয়ে প্রাণ নাশের চেষ্টা চালাচ্ছে। ফলে সাংবাদিক হুমায়ুন কবীর ও তার বাবা, মা, স্ত্রী, কন্যা ও ভাই বোনকে বাড়িতে এক প্রকারের অবরুদ্ধ অবস্থায় দিনাতিপাত করতে হচ্ছে। উল্লেখ্য যে, গত ০২.০৫.২০২০ খ্রি. সাংবাদিক হুমায়ুন কবীরের পিতার জমির ধান ভূমি দস্যু ও তার দলবল কেটে নিয়ে যাওয়ার সময় বাঁধা প্রদান করলে তাদেরকে সোড়া, লাটি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখমসহ প্রাণ নাশের চেষ্টা চালায়। তাতেও জাহেদুল ইসলাম গ্যাং ক্ষ্যান্ত হয়নি বরং সাংবাদিক পরিবারের উপর বিভিন্ন মিথ্যা মামলা দায়েরসহ হয়রানী করে আসছে। প্রকাশ্যে নিজেকে মামলাবাঁজ দাবী করা জাহেদুল ইসলাম কোন খুঁটির জোড়ে এরকম বেপরোয়া হয়ে উঠেছে তা নিয়ে এলাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।