নভেল করোনা ভাইরাস (কভিড-১৯) কালিন সময়ে কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারীর ৭৯ জন গ্রাম পুলিশ ও চৌকিদারদের মাঝে জন প্রতি ৬শত টাকা করে উৎসাহ ভাতা প্রদান করেন ইকো স্যোসাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)।
ইউরোপিয়ান ইউনিয়ন,ইউএনডিপি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ইএসডিও,এভিসিবি প্রকল্পের আওতায় এ ভাতা প্রদান করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় সামাজিক দুরত্ব বজায় রেখে চর রাজিবপুর উপজেলার ২৪ জন গ্রাম পুলিশ ও চৌকিদারদের মাঝে উৎসাহ ভাতা প্রদান করেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী মোছা. শারমিন নাহার ও সাংবাদিক আতাউর রহমান।
অপর দিকে রৌমারী উপজেলা পরিষদ থেকে ৫ ইউনিয়নের ৫৫জন গ্রাম পুলিশ কে উৎসাহ ভাতা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল ইমরান , এনএসআই কর্মকর্তা শফিক এব, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী (চ.দা)শারমিন নাহার ও অন্যান্য স্থানীয় কর্মী বৃন্দ।