করোনার ভয়ঙ্কর থাবায় আতঙ্ক সর্বত্র। মহামারী এ ভাইরাসের প্রভাবে অনেকের ঘরেই মেলেছে ক্ষুধার থাবা। এ অবস্থায় হাহাকার চারিদিকে। অনেকেই রূটি রূজি বন্ধ করে দিন কাটাচ্ছেন বাসায়। রাজধানী ও বিভিন্ন শহরের লোকজন ঠাঁই নিচ্ছেন গ্রামে। বেকার হয়ে পড়েছেন এখানকার শ্রমজীবী মানুষ। ব্যবসা বাণিজ্যে নেই স্বাভাবিক অবস্থা। বন্ধ হয়ে গেছে সকল প্রকার গাড়ির চাকা। এ অবস্থায় সরকারি সহযোগিতা আসছে প্রশাসনের মাধ্যমে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের মাধ্যমে চলছে বিতরণ। এসব তালিকায় স্থান পাচ্ছে কর্মহীন অসহায় দরিদ্র লোকজন। গরীব অসহায়রা তো সরকারি সহযোগিতা পাচ্ছে। আরো পাবেন। কিন্তু আমাদের চারপাশে বসবাস করছে অগণিত মধ্যবিত্ত পরিবার। যারা লজ্জায় কখনো ত্রাণ নিতে আসছেন না। আসবেনও না কখনো। আবার তাদের কষ্টের কথা কাউকে বলতেও পারছেন না। কি হবে তাদের? চোখের সামনে কি এরা না খেয়ে মরবে? না এমনটা হতে দেয়া যাবে না। এই মহা দূর্যোগের সময় মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোই মানবতা। তাই সকল শ্রেণির পরিবারের কথা মাথায় রেখেই সরাইলের ১৮ টিরও অধিক স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংবাদিক সংগঠন ত্রান হাতে মাঠে নেমেছেন। সেই সাথে ব্যক্তিগত ভাবে এগিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করেছেন সরাইলের অনেক ব্যক্তি। সংগঠন ও ব্যক্তিরা দফায় দফায় ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন মানুষের ঘরে। ত্রাণ বিতরণের তালিকায় রয়েছে- সরাইল প্রেসক্লাব, মিতালী সমাজ কল্যাণ সমিতি, সরাইল মহিলা কলেজ, হৃদয়ে সরাইল, পরিবর্তন চাই, সেবানন্দ, প্রত্যাশা, স্বপ্নচুড়া, বসাব, নবপ্রত্যয়, সরাইলের মেয়েরা, দূরন্ত পথিক, প্রভাতী সমাজ কল্যাণ সমিতি, আলোর মিছিল,আত্মতা, প্রত্যাশা, ইয়ং ষ্টার ক্লাব ও বুরো বাংলাদেশ।
ব্যক্তিগত পর্যায়ে ত্রাণ নিয়ে প্রথম মাঠে নেমেছেন সরাইলের দুই রাজনীতিবিদ। একজন হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মহাজোট থেকে নির্বাচিত পরপর দুইবারের সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ও শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার ছেলে আ’লীগ নেতা সৈয়দ তানবির হোসেন কাউছার ও মহিলা এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। পরপর তিন দফায় হাজার হাজার মানুষকে ত্রাণ দিয়েছেন ঠিকাদার মো. শফিকুল ইসলাম সেলু। এ ছাড়া বর্তমান এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষের প্রতিনিধি, ব্যবসায়ি ফয়সাল আহমেদ মৃধা দুলাল, মো. সেলিম খন্দকার, ব্যবসায়ি ও সমাজসেক মো. সায়মুন ইসলাম, যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, সমাজসেবক সুমন পারভেজ, ছাত্রলীগের সাবেক সম্পাদক হাফিজুল আসাদ সিজার, গিয়াস উদ্দিন সানা উল্লাহ সেলু, বিএনপি নেতা অ্যাডভোকেট নূরূজ্জামান লস্কর তপু, ডি এম দুলাল, লায়ন জুম্মান চৌধুরী, প্রবাসী মহিউদ্দিন মনির ও ইব্রাহিম মিয়া। সরাইল সদরের ছোট দেওয়ানপাড়ার মো. রওশন আলী, সাদাকাত হিরূ ও প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক জহিরূল ইসলাম রিপন করোনার শুরূ থেকেই অসহায় দরিদ্র লোকদের বাড়িতে খাদ্য সামগ্রি পৌঁছে দিচ্ছেন। দিনরাত রোদ বৃষ্টি মাথায় নিয়েই চলছে তাদের মানবসেবা। সরাইল প্রেসক্লাব খুঁজে বের করছেন সমাজে বসবাসরত অসহায় প্রতিবন্ধীদের। তাদেরকেও ত্রাণের সহায়তা দিচ্ছেন। সেই সাথে প্রেসক্লাবের সাংবাদিকরা প্রতিবন্ধী ভাতার কার্ড ও ভাতা প্রাপ্তি নিশ্চিত করছেন স্থানীয় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে। মরণঘাতী করোনার ভীতিকে উপেক্ষা করে মাঠে রয়েছেন এসব সংগঠন ও ব্যক্তি। রোদ বৃষ্টি ঝড়ও থামাতে পারেনি ওদের। ওদের কাছে নেই দিন রাত। খাদ্য সামগ্রি নিয়ে অবিরাম ছুটে চলেছেন দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের কাছে। অনেকে কৌশলে রাতের বেলা বসত ঘরের সামনে রেখে আসছেন খাবার। দরজা খোলা থাকলে আস্তে করে রেখে চলে আসছেন লোক চক্ষুর অন্তরালে। অনেকে কাঁধে করে পায়ে হেঁটে পৌঁছে দিচ্ছেন ত্রাণ। এ যেন সৌহার্দ, সম্প্রীতি, ভালবাসা ও মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত। এবারের দূর্যোগে প্রকাশ্য ও গোপনে ত্রাণ বিতরণে শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলা নয় সমগ্র বাংলাদেশে মডেল হতে পারে সরাইল। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মো. মুসা বলেন, সরাইলে উল্লেখযোগ্য সংখ্যক সংগঠন এই কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষদের ত্রাণ সহায়তা দিয়েছে। আমি সংগঠন ব্যক্তি উভয়কেই মহতি কাজের জন্য সাধুবাদ জানায়। শুধু সরাইল সদরেই প্রায় দুই সহ¯্রাধিক পরিবার বেসরকারি ত্রাণ পেয়েছে। এখনো পাচ্ছেন। তবে আমাদের সাথে অনেকে সমন্বয় করেছেন। আবার অনেকে করেননি। এ ছাড়া শাহজাদাপুর, শাহবাজপুর, পানিশ্বর, অরূয়াইল সহ কয়েকটি ইউনিয়নে সংগঠন ও ব্যক্তিগত ত্রাণ বিতরণ একটা উদাহরণ হয়ে থাকবে।