চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় মুক্তাগাছা পৌরসভা বহুমুখি কার্যক্রম অব্যাহত রয়েছে। নিয়মিত অফিসে বসে সংকট মোকাবেলায় কাজ করছেন পৌর মেয়র মোঃ শহিদুল ইসলাম। সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি শহর পরিচ্ছন্নতা নিয়মিত রাখা, জীবাণুনাশক পানি ছিটানো, নাগরিকদের সচেতনতার বিষয়ে মাইকিং, পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদেও মাঝে পিপি বিতরণ, দরিদ্র ও কর্মহীনদের ত্রাণ বিতরণ, স্যানিটাইজার বিতরণ, শহরের মোড়ে মোড়ে হাত ধোয়ার জন্য পানির ড্রাম ও সাবন পানির ব্যবস্থা করেছেন। সূত্র জানায় সরকারি নির্দেশনার পর মুক্তাগাছা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতার লক্ষ্যে মাইকিং ও শহরের প্রতিটি অলিগলিতে ব্যানার, ফেস্টুন টানানো হয়। সেই সাথে শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা ও করোনার প্রার্দুভাব কমাতে জীবাণু নাশক পানি ছিটানো হয়। ইতোমধ্যে সরকারি অনুদানের পাশাপাশি পৌর কর্মকর্তা-কর্মচারীদের ১দিনের বেতন কর্তন করে এলাকার অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও করোনা মোকাবেলায় পৌরসভার বহুমুখী কার্যক্রম অব্যাহত রয়েছে।