পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ গ্রামে গরীব,অসহায়,দুস্থ নারী-পুরুষের মাঝে শাড়ি,লুঙ্গি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় পল্লী চিকিৎসক সফিকুল ইসলাম আলফুর ব্যক্তিগত উদ্যোগে প্রায় দেড়‘শ মানুষের মাঝে নিজ বাড়িতে সামাজিক দুরত্ব বজায় রেখে এ শাড়ি,লুঙ্গি বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে মাওলানা শেখ মোশাররফ হুসাইন,মোঃ আবু মিয়া,আজিজুর রহমান সর্দার,সাফিন আহমেদ,আবদুল্লাহ ও জিলু মিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় পল্লী চিকিৎসক সফিকুল ইসলাম বলেন,‘করোনার প্রভাবে আপাদকালিন সময়ে গরীব,অসহায় মানুষকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সামান্য কিছু ঈদবস্ত্র প্রদান করেছি। তাদের জন্য আমাদের এগিয়ে আসা উচিত।