রংপুরের তারাগঞ্জে গতকাল বুধবার আবারো একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। তিনি উপজেলার ইকরচালী ইউনিয়নের আসামীগঞ্জ হাটের পাশর্^বর্তী বালাপাড়া (খ্যানপাড়া) গ্রামের বিমল চন্দ্র সরকারের ছেলে শুনু চন্দ্র সরকার (২২)।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গেল বুধবার গাজীপুর ফেরত তিন যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হয়। মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরীক্ষার রিপোর্টে তাদের মধ্যে দুইজনের নেগেটিভ আসলেও শুনু চন্দ্রের রিপোর্ট পজেটিভ আসে। খবর পেয়ে রাত প্রায় নয়টার দিকে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও ডাক্তারের একটি টিম সেই গ্রামে গিয়ে উক্ত রোগীর বাড়ি লক ডাউন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, করোনা সনাক্ত হওয়ার খবর পেয়ে আমি ও উপজেলা স্বাস্থ্য বিভাগের টিম গিয়ে আক্রান্ত বাড়ীটি লক ডাউক করে দেই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোস্তফা জামান চৌধুরী শুনু চন্দ্রের করোনা রিপোর্ট পজেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন।