গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন পরিষদের দীর্ঘদিনের চেয়ারম্যান প্রয়াত আব্দুস ছাত্তারের পুত্র ও পরিবহন নেতা এস এম জামাল উদ্দিন (৫০) মঙ্গলবার রাতে কাপাসিয়া সদরের কলেজ রোডের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন)। বুধবার সকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাযা এবং পরে ডাওরা গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা, ৪ ভাই, ৫ বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সে দীর্ঘদিন যাবত ব্রেন টিউমার জনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কাপাসিয়া বিএনপির অভিভাবক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, উপজেলা আওয়ামীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোঃ আমানত হোসেন খান, সাবেক চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, কাপাসিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ৮৫’ব্যাচের শিক্ষার্থী সহ অসংখ্য গুনগ্রাহী। মরহুম জামাল উদ্দিন বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউজ্জামান বাবলু’র ছোটভাই।