ডুমুরিয়া উপজেলার গুটুদিয়ার ব্র্যাক হ্যাচারীর সামনের সরকালী খালটির মাঝ দিয়ে ভরাট করে মাটি বহনের রাস্তা করার খবর প্রকাশ হওয়া খাল দখল কওে রাস্তা তৈরীর চক্রদের হোতা এনামুল শে সাংবাদিকদের দেখে নেয়ার হূমকি দিয়েছে।
সরকারী খালে মাটি ফেলে রাস্তা করা রাস্তা দিয়ে মাটি পরিবহনে বিষয়টি জেলা প্রশাসনেকে অবহিত করা হলে বুধবার ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মাটি পরিবহন বন্ধ করে দেয়। সে সময়ে এনামুল শেখ জানায় পানি উন্নয়ন বোর্ডেও অনুমতি নিয়ে তারা খালে মাটি ফেলে রাস্তা তৈরি করেছে। কিন্তু এর অনুকূলে কোন প্রমাণ দেখাতে পারিনি। আর এতেই ক্ষুব্ধ হয় এনামুল শেখ। এনামুল শেখ বলে বর্তমানে দেশের পরিস্থিতি ভাল হলে সাংবাদিকদের দেখে নেয়া হবে। আমি ব্লু গোল্ডের সভাপতি সকল খাল, নদী আমার নির্দেশ মত পরিচালিত হবে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ডুমুরিয়া উপজেলার এসডিই মো: মিজানুর রহমান জানান, আমি খালে মাটি ফেলে ভরাট করার অনুমতি দেয়নি।
ডুমুরিয়া উপজেলা সিনিযর মৎস্য কর্মকর্তা মো: আবু বক্কার সিদ্দিক জানান, সরকারী খালে মাটি ফেলে বন্ধ করার এখতিয়ার কারও নেই। তাই কাজ বন্ধ কওে খাল সচল করার নির্দেশ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা: সঞ্জিব দাশ জানান, উর্ব্ধতন কর্মকর্তাদের নির্দেশনা খাল ভরাটকারীদেও কাজ বন্ধ করে সচল করে দেয়ার নির্ধেশ দিয়েছি। তারা পানি উন্নয়ন বোর্ডের অনুমতি রয়েছে বলে দাবি করায় সেই অনুমতিপত্র দেখানোর জন্য বুধবার বিকেল পর্যন্ত সময় দেয়া হয় কিন্তু তারা অনুমতিপত্র দেখাতে পারেনি। ফলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।