ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে পড়া অসহায়, হত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামে কাজী পরিবারের পক্ষ থেকে ওই এলাকার ২ শতাধিক পরিবারে মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। আনিছুর রহমান ডাবলু কাজীর উদ্যোগে সাবেক বিচারক সাইফুল ইসলাম, কাজী আজাদ, কাজী নুর আলম, কাজী ফিরোজ, কাজী বরফ, সাংবাদিক হাসান জাহিদ তুষার, শিক্ষিকা তহমিনা নাসরিন মেরী, চঞ্চল, তিতাস, ক্রিকেট প্রশিক্ষক মিরাজ, মাসুদ, পিপুল, সংবাদ, বিটন, শিমুল, হুমায়ন, রুবী, ইতি, সালমা, কবির, লিপন, পয়গম, মামুন এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় সামাজিক দুরত্ব বজায় রেখে আগতদের হাতে চাল, ডাল, আলু, তেল, চিনি, সেমাই, লবনসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অসহায় মানুষ গুলো।