খুলনার ডুমুরিয়া উপজেলার ৩ নং রুদাঘরা ইউনিয়ানের শোলগাতিয়া গ্রামের ভারত প্রবাসি কার্ত্তিক চরণ কু-ুর পরিবারের উদ্যোগে ইউনিয়ানের কর্মহীন ৩০০ জনের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় শোলগাতিয়া হদেররাম তলা প্রাথমিক বিদ্যালয়ের প্রঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করে ইউনিয়ানের চেয়ারম্যান মোস্তাফা কামাল খোকন।
কার্ত্তিক চরণ কুন্ডুর ভাই চন্ডিচরণ কুন্ডু জানান, তার দাদা ভারত প্রবাসি কার্ত্তিক চন্দ্র কুন্ডু তার মেয়ে আমেরিকা প্রবাসি রূপা দাস, জামাই নৃপেন দাস ও নাতনী মিলে এই খাদ্য সহায়তা কর্মসূচিতে সহায়তা করেছে। এরমধ্যে রয়েছে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পেয়াজ, এক মুসুরি ডাল, এক কেজি সয়াবিন তেল ও লবন।
শোলগাতিয়া হদেররাম তলা প্রাথমিক বিদ্যালয়েরর পরিচালনা কমিটির সভাপতি ও ৩ নং ওযার্ড আওয়ামী লীগের সভাপতি অশোক সাহার সভাপতিত্বে আরও বক্তৃতা করেন, ৩ নং রুদাঘরা ইউনিয়ান আওয়ামী লীগের সহসভাপতি দেবব্রত হালদার, উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক আশরাফুল ইসলাম রাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এস এম ইমরান হোসেন, আওয়ামী লীগ নেতা চিত্ত কুন্ডু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করে ব্রজলাল (বিএল) কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সুব্রত সাহা।