প্রাণঘাতী করোনাভাইরাসের লকডাউনের ফলে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার ৩শত অসহায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চর রাজিবপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিস। মঙ্গলবার বেলা ১০টায় সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতি পরিবারকে ৫ কেজি চাল,২কেজি আলু,১কেজি সয়াবিন তেল,১কেজি পেয়াঁজ,১কেজি ডাল ও ১টি করে সাবান ও মাস্ক বিতরণ করা হয়। আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সোলেমান ও চর রাজিবপুর উপজেলা ভিডিপি কর্মকর্তা নাজমা খাতুন প্রমুখ।