লাকসামে পবিত্র মাহে রমজান ও নোভেল-১৯ করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে পিআরসি গ্রুপের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল লাকসাম উপজেলার মুদাফ ফরগঞ্জ ইউনিয়নের কাঠালীয়া গ্রামের বাসিন্দা পিআরসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ নজরুল ইসলাম মজুমদারের পক্ষ হতে পরিবারের সদস্যরা এলাকার অসহায় গরীব দুস্থ মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়। পিআরসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ নজরুল ইসলাম মজুমদার জানান নোভেল-১৯ করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অসহায় মানুষদের সহায়তায় সাহায্য অব্যহত রাখতে তিনি সকলের দোয়া কামনা করেন।