গাজীপুরের কাপাসিয়ায় ‘মমতাজ উদ্দীন মাষ্টার ফাউন্ডেশনে’র উদ্যোগে শারীরিক, মানষিক, দৃষ্টিপ্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, জেলা বিএনপির নেতা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের নেতৃত্বে মঙ্গলবার দিনব্যাপী স্থানীয় চাঁদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ ত্রান সামগ্রী পৌঁছে দেয়া হয়।
চাদঁপুর ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় একটি স্বেচ্ছাসেবী টিম শতাধিক হতদরিদ্রের মাঝে চাল, ডাল, তেল, লবন ও ইফতার সামগ্রী তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোড়ল, ইউনিয়ন বিএনপির নেতা এস,এম জাকারিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মাষ্টার মোফাজ্জল হোসেন মোড়ল, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোশারফ হোসেন খান, ৫নং ওয়ার্ড সভাপতি ছানাউল্লাহ সিকদার, জেলা যুবদল নেতা আশরাফুল ইসলাম আশরাফ, নুরমোহাম্মদ নুরু, চাদঁপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোবারাক হোসেন আকন্দ, ছাত্রদল সভাপতি রাসেল পালোয়ানসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।