সরকারী ও বেসরকারীভাবে কসবা উপজেলার কুটি ইউনিয়নে প্রায় অর্ধকোটি টাকার ত্রাণ বিতরণ করা হলেও দলীয় ও রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা প্রপোগান্ডা ছড়াচ্ছে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছায়েদুর রহমান স্বপনের বিরুদ্ধে। বেনামী সরকারী দপ্তর ও বিভিন্ন পত্রিকা অফিসে প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ এনে এ সমস্ত প্রপাগান্ডা করছে বলে ছায়েদুর রহমান জানান। তিনি এদের চ্যালেঞ্জ ছুড়ে তার এলাকায় এসে সরেজমিনে সকল সংস্থার তদন্তের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের ছায়েদুর রহমান বলেন, তিনি তার এলাকায় এ যাবত সরকারী ত্রাণ দিয়েছেন প্রায় ১১শত অধিক পরিাবরকে। তাছাড়া আওয়ামী লীগ পরিবার ও আইনমন্ত্রীর পক্ষ থেকে ৪০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী প্রতিটি গ্রামের সাধারণ মানুষগণ পেয়েছেন। তিনি আরো বলেন শুরু থেকেই দলীয় ও রাজনৈতিক প্রতিপক্ষরা ত্রাণ বিতরণে তার সুষ্ঠুতা দেখে বিচলিত হয়ে লুকিয়ে লুকিয়ে মিথ্যাচার করছেন।