করোনা মহামারীতে কর্মহীন মানুষদের বিতরণের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের কাছে ৫শত খাদ্য সামগ্রীর প্যাকেট হস্তান্তর করেছে বেসরকারি সংস্থা ‘আশা বাংলাদেশ’। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসব হস্তান্তর করা হয়। একটি পরিবারের জন্য প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি লবণ ও এক লিটার সয়াবিন তেল।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, আশা’র রংপুর এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মিজানুর রহমান, আরএম সুরেশ চন্দ্র সরকার, পূর্ণ চন্দ্র সরকার, ব্রাঞ্চ ম্যানেজার একরামুল হক, মিজানুর রহমান, এসএবিএম রবীন্দ্র নাথ রায়সহ সংস্থার অন্যান্য কর্মীবৃন্দ।