কসবা পৌর এলাকার পানাইয়ারপাড় গ্রামে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে ওই গ্রামের বাবুল মিয়ার দুই কন্যা যথাক্রমে সামিয়া আক্তার (১০) ও সোমাইয়া আক্তার (৬) ঘরের পাশে পুকুরে ডুবে মারা যায়। এ ঘটনায় পুরো গ্রামে শোকের মাতম চলছে। দুই মেয়েকে হারিয়ে বাব-মা দু’জনই বাকরুদ্ধ হয়ে পড়েছে।