ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাকির হোসেন। এবারের বাজেট আয় ও ব্যয় সমান দেখিয়ে উপস্থাপন করা হয়। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৯ লাখ ৩১ হাজার ২১৮ টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ৭৮ লাখ ৫১ হাজার ৯০০ টাকা। মোট ১ কোটি ৭ লাখ ৮৩ হাজার ১১৮ টাকা।
পরিষদের চেয়ারম্যান মোঃ মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমী সহকারী কর্মকর্তা খোকন কুমার বিশ্বাস, ইউপি মেম্বার মোঃ মফিজ খান, মোবারেক হোসেন, মোঃ ফসিয়ার রহমানসহ সকল ইউপি সদস্য। এ ছাড়া উপস্থিত ছিলেন, স্থানীয় বিভিন্ন পেশাজীবি ও সমাজিক সংগঠনের প্রতিনিধিরা।