যশোরের কেশবপুরে পারিবারীক বিরোধে পিতা পুত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার কেদারপুর গ্রামের সাহেব আলী বিশ্বাস (৬৫) এর সাথে তার পুত্র ইনামুল বিশ্বাস(৩০) এর মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধে ঝগড়া হয়। এ বিরোধের জের ধরে পিতা সাহেব আলী বিশ্বাস দুপুর বারো টার দিকে সুযোগ বুঝে ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্মহত্যা করে। এ খবর পেয়ে পুত্র ইনামুল বিশ্বাস বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে একটি বাগানের ভিতর মেহগনি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানার এস আই সু প্রভাত ঘটনাস্থলে পৌছে লাশের সুৃরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়। কেশবপুর থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।