জয়পুরহাটের পাঁচবিবিতে নতুন করে আরো দুই নারীসহ ৫জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকনন্দনপুর গ্রামের একই পরিবারের মৃত আলেক মিয়ার পুত্র আসমান আলী (৭০), তার পত্র নুর আলম (৪৫), তার পুত্রবধূ মাহবুবা আক্তার (৩৮)। অপর দুজন হলেন নন্দইল গ্রামের মহিনুর ইসলামের ছেলে শিহাবুল ইসলাম সৈকত (১৭) ও সমসাবাদ গ্রামের নিপেন চন্দ্রের স্ত্রী স্বপ্না বালা (৫৫)। করোনা সনাক্তরা ঢাকা, নারায়নগঞ্জ ও সনাতনধর্মাম্বীদের তীর্থস্থান ভারতের গয়া-কাশী থেকে বাড়িতে ফিরে সবাই হোম কোয়ারেন্টিনে ছিলেন। মঙ্গলবার করোনা সনাক্তের কথা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সহিদ হোসেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ৮ ও ৯ মে ৩১ জনের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব ও রোগ নির্ণয় গবেষণা প্রতিষ্ঠান ঢাকায় (আইইডিসিআর) পাঠানো হয়। সোমবার রাতে ২৬জনের নেগেটিভ ও ৫ জনের পজেটিভ রিপোর্ট আসে। রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সারওয়ারের উপস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কর্মীরা আক্রান্ত পাঁচ জনকেই জেলার আক্কেলপুর হেলথ টেকনিক্যাল ইন্সটিটিউটে স্থাপিত আইসোলেশনে স্থানান্তর করা হয়। জানা গেছে, এপর্যন্ত উপজেলায় ঢাকা, নারায়গঞ্জ ও বিদেশ ফেরত প্রায় সাড়ে ৪’শ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল। অত্র উপজেলার এ নিয়ে মোট ১০ জনের করোনা সনাক্ত হলেও এদের মধ্যে আইসোলেশনে থেকে ২ জন করোনাকে পরাজিত করে নিজ বাড়িতে ফিরেছেন।