দেশে চলছে মহামারি করোনা ভাইরাস ক্রান্তিকার। আর এই পরিস্থিতির ফলে জয়পুরহাটের কালাই উপজেলার দিনমজুর, রিক্সা চালক, ভ্যান, গাড়িচালক, হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চা-পানের দোকানদার ও ভিক্ষুক মানুষেরা কর্মহীন হয়ে অসহায় পড়ায় কালাই আশা’র আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন পারভেজ কাছে খাদ্যসামগ্রী সহায়তা হস্তান্তর করেন।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী সহায়তা হস্তান্তর করেন জেলার আশা’র আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল ম্যানেজার মো.আবু রায়হানুল আলম।
এসময় উপস্থিত ছিলেন কালাই আশা’র আঞ্চলিক কার্যালয়ের ব্রাঞ্চ-ম্যানেজার মো.জাকিরুল ইসলাম, এ্যসিস্ট্যান্ট ব্রাঞ্চ-ম্যানেজার মো.মামুনুর রশীদ ও কর্মকর্তা মো. আনিচুর রহমান প্রমুখ।
কালাই আশা’র আঞ্চলিক কার্যালয়ের ব্রাঞ্চ-ম্যানেজার মো.জাকিরুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির কারণে সারাদেশে একযোগে চলমান কর্মসূচির অংশ হিসেবে করোনা ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে আশা সংস্থার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় কালাই উপজেলার নির্বাহী অফিসারের নিকট ২’শ প্যাকেট খাদ্য সহায়তা প্রদান করেছি। এখানে প্রতি প্যাকেটে পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল ও ১কেজি লবন রয়েছে।