জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল কাদির সোহেল সন্ত্রাসী হামলায় আহত হয়েছে। রোববার রাতে শ্যামনগর বাসষ্ট্যান্ড সংলগ্ন অগ্রণী ব্যাংকের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। রাতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী চিকিৎসা সেবা নেয়ার পর থেকে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে রোববার রাতে ইফতারীর পর তিনি সংগঠনের কয়েক কর্মীর সাথে সাক্ষাত করতে বাড়ি থেকে বের হন। এক পর্যায়ে দলীয় কর্মীদের সাথে সাক্ষাত শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ নেতা অসাদুজ্জামান আসাদের নেতৃত্বে তার উপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের লাঠিশোটার আঘাতে ঘটনাস্থলে জ্ঞান হারালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ইতিমধ্যে তার উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জেলা নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন।