জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র ত্রাণ বিতরণে অনিয়ম ও দূর্ণীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপপ্রয়োগ, নিয়োগ বাণিজ্য, নারী কেলেংকারীর সহ নানা বির্তকিত কর্মকান্ডের প্রতিবাদে এবং মেয়র রুকুনুজ্জামানের অপসারণের দাবীতে মানব বন্ধন করেছে।
গত সোমবার দুপুরে পৌর পরিষদ ও নাগরিকবৃন্দের ব্যাবস্থাপনায় পৌর সভার সামনে প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সমাবেশ ও নাগরিকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন,পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী,জহুরুল ইসলাম ও কাউন্সিলর কালাচাঁন পালসহ আরও অনেকেই।
উল্লেখ, সরিষাবাড়ী পৌরসভার ১২ জন কাউন্সিলর পৌর মেয়র রুকুনুজ্জামান রোকনের বিরুদ্ধে করোনা ভাইরাসের জন্য বরাদ্ধকৃত ত্রাণ বন্টন ও বিতরণে অনিয়মসহ পৌর সভার বিভিন্ন খাতে অর্থনৈতিক অনিয়মের অভিযোগ এনে গত ২মে পৌর মেয়রকে অনাস্থা প্রস্তাব করে।
অনাস্থা প্রস্তাবের ৯ দিন পর পৌর সভার মেয়র রুকুনুজ্জামান রোকন গত রোববার(৯ মে) সকাল ১১টায় পৌর সভার কার্যালয়ে প্রবেশ করতে গেলে কাউন্সিলরগণ গেটে অবস্থান নেয়ায় মেয়র বার বার জোর পূর্বক তার অফিসে প্রবেশ করতে চেষ্টা করলে মেয়র কর্তৃক কাউন্সিলরদের মধ্যে হামলা পাল্টা হামলা চালায়।