করোনায় কর্মহীন হয়ে পড়া জেলার দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে দলীয় দৃষ্টি ভঙ্গি নিয়ে সরকারি খাদ্য সহায়তা বিতরনের অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
গত সোমবার বিকালে জামালপুর শহরের ষ্টেশন রোড জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ত্রান কার্যক্রমে ব্যাপক দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ তোলে জেলা বিএনপির সাধারন সম্পাদক এড: শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, সরকারী ত্রান কার্যক্রম, রেশনকার্ড ও খাদ্য সহায়তা দলীয় দৃষ্টিকোন দেয়া হচ্ছে। দুস্থ্য অসহায় সাধারন মানুষ সরকারী সাহায্য সহযোগীতা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আরো বলেন- কোন কোন জনপ্রতিনিধি সরকারী বরাদ্দের চাল বিতরনের উদ্দেশ্যে নিজ বাড়িতে উঠিয়েছেন। এছাড়াও সদর উপজেলার নরুন্দি, তুলশির চর, শাহবাজপুর ও শরিফপুরে সরকারী বরাদ্দের চাল আত্বসাৎ ঘটনা ঘটেছে, প্রশাসনের উদ্ধারে প্রমানও মিলেছে। ইসলামপুরে পৌরসভার বরাদ্ধকৃত চাল নিয়ম বহির্ভুতভাবে উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তোলন করেছে। সারা জেলায় এরকম অসংখ্য অনিয়মের ঘটনা ঘটেই চলছে। সব অনিয়ম-দূর্ণীতি বন্ধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তিনি দলমত নির্বিশেষে অসহায় কর্মহীন মানুষ যেন ত্রান সহায়তা পায় তা নিশ্চিত করার আহবান জানান স্থানীয় প্রশাসনের প্রতি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী, সাংগঠনিক সম্পাদক সজিব খান, দফতর সম্পাদক গোলাম রব্বানীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গত ৭মে একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি দিয়েছে জেলা বিএনপি।