গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের কবিরের বাজার সংলগ্ন রাস্তার পাশে সোমবার সকালে একটি সিমেন্টবাহী ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছে। এ সময় অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাপাসিয়া থানার সাব-ইন্সপেক্টর জহিরুল ইসলাম জানান, গাজীপুরের কোনাবাড়ি থেকে ফ্রেশ সিমেন্ট কোম্পানির একটি সিমেন্টবাহী ট্রাক উপজেলার কবিরের বাজারের উত্তর পাশে ঢালে পৌঁছলে হঠাৎ রাস্তা থেকে পড়ে গিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের পিছনে থাকা দুইজন শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয় এবং মুমূর্ষু অবস্থায় অপর এক শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহতরা হলো-ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধানিখোলা গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র আবদুল মান্নান (২৮) ও নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মেঘশিমুল গ্রামের মৃত আবদুর রহমানের পুত্র মোঃ মানিক (৩০)। এ সময় ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মৈশাটি গ্রামের গিয়াসউদ্দিনের পুত্র সুমন গুরুতর আহত হয়।
কাপাসিয়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।