সরাইলে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্ভুধন হয়েছে। সোমবার স্থানীয় খাদ্য গুদাম চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ভুধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মো. নূর আলী ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফছা হাই। খাদ্য অফিস সূত্রে জানা যায়, এ বছর ১ হাজার ৯৬১ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। ইতোমধ্যে উপজেলার ৯টি ইউনিয়নের ৯৬১ জন উপকারভোগী কৃষককে লটারির মাধ্যমে সিলেকশন করা হয়েছে। প্রত্যেক কৃষক ২ মেট্রিকটন করে ধান দিতে পারবে।