খুলনার ডুমুরিয়ার একটি প্রাইভেট ক্লিনিক লকডাউন ঘোষনা এবং ক্লিনিক মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সূত্র জানায়, ডুমুরিয়া উপজেলার চুকনগর শহরের সাতক্ষীরা মহাসড়কে অবস্থিত হালিমা মেমোরিয়াল নার্সিং হোম এ- ডায়াগনষ্টিক সেন্টারে রোববার রাতে চলতি লকডাউন অমান্য করে সাতক্ষীরা জেলা থেকে ডাক্তার এসে অপরেশন করছে এমন সংবাদ পেয়ে রাত ৯টায় দিকে সেখানে অভিযান চালান ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহনাজ বেগম। এ সময় তিনি জানতে পারেন সাতক্ষীরার বে-সরকারী সংস্থা ঋ-শিল্পিতে কর্মরত মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ বরকত আলী সেখানে অপরেশন করেছেন। তবে ভ্রাম্যমান আদালত আসার পূর্বেই ডাঃ বরকত আলী পালিয়ে যান। উল্লেখ্য, ঋ-শিল্পির এক কর্মকর্তা কোভিট-১৯ শনাক্ত হয়েছেন। এমতবস্থায় ডাঃ বরকত আলীকেও হোম কোয়ারেন্টাইনে থাকার কথা কিন্তু তিনি আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় অপরেশন করতে চলে আসেন। এহেন পরিস্থিতিতে ভ্রাম্যমান আদালত, ক্লিনিক মালিক পল্লী চিকিৎসক কামাল হোসেনের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ক্লিনিক ১৪ দিনের জন্যে লকডাউন ঘোষণা করেন। সে মোতাবেক আগামী ১৪ দিনের মধ্যে ক্লিনিক থেকে কেউ বের হতে পারবেননা এবং বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করতে পারবেননা। সোমবার সকালে মুঠোফোনে এ ব্যাপারে জানতে চাইলে ডাঃ বরকত আলী বলেন, আমি দির্ঘদিন ওই ক্লিনিকে ওটি করি, তাই কালকেও গিয়েছিলাম। লকডাউন পরিস্থিতির মধ্যে কিভাবে অন্য জেলা থেকে অপরেশন করতে আসলেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল একটা জরুরী সিজারিয়ান অপরেশন আছে বলে কামাল আমাকে ফোন করলে আমি অপরেশন করতে যাই। এ সময় তিনি স্বীকার করেন যে, ঋ-শিল্পির হস্তশিল্প বিভাগের একজন সুপারভাইজার সম্প্রতি করোনা পজেটিভ হয়েছেন। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহনাজ বেগম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে ওই ক্লিনিকে অভিযান চালানো হয়, ঘটনার সত্যতা পাওয়ায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুফিয়ান রুস্তম বলেন, আমি ঘটনার কথা শুনেছি তবে বিস্তারিত জানিনা। এদিকে অপর একটি সূত্র জানায়, ভ্রাম্যমান আদালতের রায় অমান্য করে রোববার রাতেই ক্লিনিকের মালিক পল্লী চিকিৎসক কামাল হোসেন পার্শ্ববর্তী এলাকায় রোগী দেখতে যান। সোমবার সকালে ক্লিনিকের তালা খুলে আগত রোগী ও দর্শনার্থীদের ভিতরে ঢোকানো হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে ক্লিনিক মালিক কামাল হোসেন বলেন, আমি এত কিছু জানতামনা। ঘটনার সময় ক্লিনিকে আমি সহ ৬/৭ জন উপস্থিত ছিলাম, তারা সকলেই লকডাউনে আছে। রোববার রাতে রোগী দেখতে যাওয়া এবং সোমবার সকালে ক্লিনিকের তালা খুলে রোগী ও দর্শনার্থীদের ভিতরে ঢোকানোর কথাও অস্বীকার করেন তিনি।