করোনাভাইরাস ( কোভিড-১৯) এর কারণে অসহায় কর্মহীন হয়ে পড়েছে দেশের মানুষ। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১১ মে) দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন চন্ডীদ্বার বিওপি’র আওতাধীন সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ১০০ টি হত দরিদ্র পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে “বিদ্যানন্দ ফাউন্ডেশন” কর্তৃক প্রদত্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অতিরিক্ত পরিচালক মেজর মো. মোদাচ্ছিরুল ইসলাম, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীরসহ সাংবাদিক ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মেম্বার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।