পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার জেঠাগ্রামে গরীব,অসহায়,দুস্থ নারী-পুরুষের মাঝে শাড়ি,লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে গোকর্ণ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলীজান মেম্বারের ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ৪‘শ মানুষের মাঝে ফার্মগেইট আলীজান ভিলায় সামাজিক দুরত্ব বজায় রেখে এ শাড়ি,লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন। এর মধ্যে ৩‘শ জনকে শাড়ি,লুঙ্গি ও এক‘শ জনকে নগদ ৫‘শ টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানে অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী শরীফ,স্থানীয় যুবলীগ নেতা জহির খাঁন,শেখ ফরিদ,শরীফ মোল্লা,মুক্তার রাজা,সুমন মিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় আলীজান মেম্বার বলেন,‘করোনার প্রভাবে আপাদকালিন সময়ে ৪‘শ পরিবারের মাঝে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সামান্য কিছু ঈদবস্ত্র ও নগদ অর্থ প্রদান করেছি। বর্তমানে তারা সবচেয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের জন্য আমাদের এগিয়ে আসা উচিত। আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।