প্রেসক্লাব রাজারহাট এর আয়োজনে ১০মে রোববার রাত সাড়ে ৯ ঘটিকায় প্রেসক্লাব কার্যালয়ে রাজারহাট থানার সদ্য বদলিজনিত বিদায়ী ওসি কৃষ্ণ কুমার সরকারের বিদায়ী সংবর্ধনা ও নবাগত ওসি রাজু সরকারের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি এসএ বাবলু'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, বিদায়ী ওসি কৃষ্ণ কুমার সরকার, নবাগত ওসি মোঃ রাজু সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম সাঃ সম্পাদক সহঃ অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ প্রমূখ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের যুগ্ম সাঃ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, কোষাধ্যক্ষ মোঃ এনামুল হক, দপ্তর সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু, প্রচার সম্পাদক এএস লিমন, সদস্য জাহাঙ্গীর আলম, মনজুরুল ইসলাম মজিদুল, তৌহিদুর রহমান, রাজারহাট বাজার ইজারাদার মোঃ ইয়াছিন আলী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য আবদুস ছালাম, আওয়ামী লীগ নেতা মোঃ আসাদ হোসেন ও ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্রমূখ। শেষে প্রেসক্লাব রাজারহাটের পক্ষ থেকে বিদায়ী ওসিকে সন্মাননা স্মারক ও নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।