জয়পুরহাটের কালাই উপজেলায় ফের নতুন করে ৪জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে এ কালাই উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৩০জনে। রোববার রাতে আইইডিসিআর থেকে ১০৪ জনের পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। তার মধ্যে নতুন চারজনের রিপোর্ট পজেটিভ এসেছে। তারা চারজন সবাই হোম কোয়ারেন্টিনে ছিলেন। এদের মধ্যে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ২জন এবং কালাই উপজেলার পুনট ইউনিয়নের ২জন করোনা ভাইরাস সনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
এই বিষয়ে কালাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের মো. তানভীর হোসেন বলেন, রোববার রাতে রোগতত্ত্ব ও রোগনির্ণয় গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মোট ১০৪টি নমুনার ফল এসেছে। ঐ ১০৪ জনের নমুনা পরীক্ষায় ১০০ জনের নমুনা নেগেটিভ আসলেও তার মধ্যে নতুন করে চারজনের রিপোর্ট পজেটিভ এসেছে। তারা হলেন কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ভাটাহার গ্রামের ২জন এবং কালাই উপজেলার পুনট ইউনিয়নের শিকটা গ্রামের ১জন ও পাঁচ-গ্রামের ১জন করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যাক্তিদের বয়স যথাক্রমে ২০, ৩৪, ৩০, ২৯ বছরের। তারা ছিলেন নারায়নগঞ্জ ও টাঙ্গাইল ফেরেত। আক্রান্তদে সোমবার (১১-মে) সকালে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশনে রাখা হয়েছে।