আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে যুবলীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের কারনে কর্মহীন ও অসহায় মানুষের পাশে থেকে দুঃখকে কমিয়ে আনার প্রয়াস মাথায় রেখে শ্রীউলা ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আলাউদ্দীন লাকি, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ছাত্রলীগ নেতা অহিদুল্লাহ কামাল প্রমুখ। ইউনিয়ন যুবলীগের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, উপজেলা যুবলীগের সভাপতি ও আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু।