আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে উপকারভোগির তালিকা যাচাই বাছাই করা হয়েছে। রবিবার এ যাচাই বাছাই কাযক্রম পরিচালনা করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী মানবিক উপহার হিসেবে দেশে ৫০ লাখ উপকারভোগীর জন্য সহায়তা প্রদানের ঘোষণা প্রদান করেন। এরই অংশ হিসাবে আশাশুনির সকল ইউনিয়নে তালিকা প্রস্তুত করা হয়। শ্রীউলা ইউনিয়নে তৈরিকৃত তালিকার যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ^জিৎ ঘোষ যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন। তালিকাভুক্তদের উপস্থিতিতে তালিকা যাচাই বাছাই করা হয়। এসময় স্থানীয় জন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।