জামালপুর জেলার দেওয়ানগঞ্জে মোটরসাইকেল ও টাক্ট্রারের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৫০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে । গত রবিবার দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটার চর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকাল ১১ টার দিকে পল্লী চিকিৎসক আবু বক্কর তার বাড়ি থেকে নিজেই মোটারসাইকেল চালিয়ে দেওয়ানগঞ্জ বাজারে যাচ্ছিলেন। নিহত আবু বক্কর বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
পথে মধ্যে খুটারচর মোড় এলাকা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী টাক্ট্রারের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় মুখোমুখি সংঘর্ষে পল্লীচিকিৎসক আবু বক্করের মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি ( তদন্ত ) মো. মনিবুর রহমান সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ইট বোঝাই ট্রলিটি থানায় আটক আছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি।