জামালপুর সদরের নরুন্দি এলাকায় গত রোববার দুপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিতে তলিয়ে গিয়ে সিয়াম নামে ১০ বছরের এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয় ।
এলাকাবাসী জানায়, জামালপুর ও মুক্তাগাছা থেকে আগত ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালানোর পর সন্ধ্যা ৬ টার দিকে গভীর পানিতে ডুবে যাওয়া শিশু সিয়ামের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। সিয়াম নরুন্দি বেপারীপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং সিয়াম স্থানীয় একটি মাদরাসায় তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।
নরুন্দি তদন্ত কেন্দ্রের উপপুলিশ পরিদর্শক (এসআই) চন্দন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।