কালিগঞ্জে জমিজমা সংক্রান্তÍ বিরোধের জেরধরে প্রতিপক্ষের উপর হামলায় এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের খিদির আলী মহাজনের ছেলে রফিকুল ইসলামের সাথে একই গ্রামের ইয়াদ আলী মহাজনের ছেলে করিম মহাজন (৪৪) গং এর দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলছে। এর সূত্রধরে ৭ মে বিকেল ৫ টার দিকে রফিকুল ইসলামের ছোট ভাই শফিকুল ইসলাম মহাজন (৩৫) রোজা থাকা অবস্থায় বাড়ির সামনে রাস্তায় ওঠার পরপরই পূর্ব পরিকল্পিতভাবে করিম মহাজন (৪৪), তার ভাই রহিম মহাজন (৫০) ও তার ছেলে জাকির হোসেনসহ অজ্ঞাতনামা ২/৩ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শফিকুল ইসলামের উপর হামলা করে। তারা চাপাতি দিয়ে শফিকুল মহাজনের মাথায় কোপ দিলে তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় শফিকুলের কাছে থাকা নগত ১ হাজার ২২৫ টাকা জোরপূর্বক কেড়ে নেয় হামলাকারীরা। শফিকুলের চিৎকারে তার বাবা খিদির আলী মহাজন (৬৫) ও মাতা হামেদা খাতুন (৫৬) রক্ষা করতে গেলে করিম গং তাদের উপরও হামলা করে ও হামেদা বেগমের পরিহিত কাপড় ছিড়ে শ্লীলতাহানি ঘটায় ও শ্বাসরোধে হত্যায় চেষ্টা চালায় পরবর্তীতে রফিকুল ইসলাম ও স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসক শফিকুল ইসলামের মাথায় ৩৯ টি সেলাই দেন। পরবর্তীতে শফিকুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় রফিকুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী অসহায় পরিবারটি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।