সরাইলে বিষযুক্ত ট্যাবলেট সেবন করে মিনারা বেগম (৩০) নামের তিন সন্তানের জননী আত্মহত্যা করেছে। আজ (রোববার) দুপুরের দিকে উপজেলার শাহজাদাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। সরাইল থানা পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শাহাজাদাপুর বাজার হাটির হেলু মিয়ার ছেলে আলাল মিয়া (৩৭) বিয়ে করেছেন বিজয়নগর উপজলার পত্তন গ্রামে মিনারা বেগমকে। বিয়ের পর তাদের ঘরে একে একে তিনটি কন্যা সন্তান জন্ম নেয়। গত বছর দুই আগে আলাল মিয়া প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই তাদের পার্শ্ববর্তী ধাওরিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের এক মহিলাকে বিয়ে করেন। এ বিয়ে মেনে নিতে পানেননি মিনারা। শুরূ হয় দাম্পত্য জীবনে কলহ। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালণ্য। আজ দুপুরের দিকে মিনারা বেগম ঘরে রাখা ধানের পোকা নিধনের বেশ কয়েকটি ট্যাবলেট সেবন করে ফেলেন। কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন মিনারা। সরাইল থানা পুলিশ গৃহবধু মিনারার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি নিচ্ছিল। সরাইল থানার অফিসার ইনচার্জ আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের পর নিহত হওয়ার আসল রহস্য বেরিয়ে আসবে। এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি।