গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় মাঠ পর্যায়ে হেলথ প্রোভাইডারদের করোনাভাইরাস (কোভিড ১৯) থেকে সুরক্ষা এবং পজেটিভ ব্যক্তিদের স্বাস্থ্যবিধি, পরিবারের সদস্য ও প্রতিবেশীদের করণীয় বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
১০ মে, রোববার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তন এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আগামীকাল ১১ মে সোমবার প্রশিক্ষণ শেষ হবে।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা'র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম,ও ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুল ইসলাম শাওন। উপজেলার স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে ৫০ হেল্থ প্রোভাইডার ও বিভিন্ন মিডিয়া কর্মীরা অংশগ্রহণ করেন।